
বিসমিল্লা হিররাহমানির রাহিম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভাইভা তারিখ ২০২২ দেখুন এখানে । প্রিয় চাকুরী প্রত্যাশী বন্ধুরা সবাইকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করতেছি আজকের নতুন একটি মৌখিক পরীক্ষার তারিখ সম্পর্কিত আর্টিকেল । আজকের এই আর্টিকেলে থাকছে রাজউক নিয়োগ পরীক্ষার তারিখ ও সময়সূচী । রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিয়োগ লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন আজকের আর্টিকেলটি তাদের জন্য অত্যন্ত খুশির একটি সংবাদ হতে যাচ্ছে । উক্ত চাকুরী নিয়োগ ভাইবা পরীক্ষায় যারা অংশগ্রহন করবেন তারা আর্টিকেলটি এ টু জেড খুব যত্নসহকারে পড়বেন ।
রাজউক ভাইবা পরীক্ষার তারিখ ২০২২
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগের জন্য বেশ কয়েকমাস আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে লাখো বেকার চাকুরীর জন্য আবেদন করে । আবেদন শেষ হওয়ার পর প্রথম বা বাছাই পরীক্ষা নেওয়া হয় । বাছাই পরীক্ষাটি এমসিকিউ আকারে ২০ এবং ২১ মে ২০২২ তারিখ বিকাল ৪.০০ টা হতে ৫.০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় । এমসিকিউ পরীক্ষার পর উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ৩ এবং ৪ জুন ২০২২ তারিখে বিকাল ৩.৩০ টা হতে ৪.৩০ টা পর্যন্ত ।
পদের নাম এবং শূন্যপদ:
১. সহকারী প্রকৌশলী (সিভিল) – ১২
২. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) –০৩
৩. সহকারী পরিচালক -১২
৪. সহকারী পরিচালক (গবেষণা ও ডকুমেন্টেশন) –০১
৫. সহকারী অনুমোদিত কর্মকর্তা – ১০
৬. সহকারী নগর পরিকল্পনাবিদ – ১১
৭. সহকারী স্থপতি –০১
৮. সহকারী আইন কর্মকর্তা – ০২
৯. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) -১০
১০. উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) –০৩
১১. প্রধান ভবন পরিদর্শক – ১২
১২. হিসাবরক্ষক -০১
13. সমন্বয়কারী – 04
১৪. এস্টেট ইন্সপেক্টর -০৩
১৫. কানুনগো – ০১
১৬. বিল্ডিং ইন্সপেক্টর – ৫৯
১৭. ফাইল কিপিং অফিসার – ০৬
১৮. স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর –০৩
১৯. নিরীক্ষক -০১
২০. উচ্চ বিভাগ সহকারী – ০৯
২১. স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর – ১২
২২. ফটোগ্রাফার -০১
২৩. সার্ভেয়ার – ৩৭
২৪. অপারেটর –০৩
২৫. লিফ্টম্যান –০২
মোট শূন্যপদ: ২১৯
ভাইভা সময়সূচী: ২২ আগস্ট থেকে ১৬ অক্টোবর ২০২২
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২২
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর এবার পালা সর্বশেষ ধাপ অর্থাৎ মৌখিক বা ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পালা । লিখিত পরীক্ষা শেষ হওয়ার প্রায় ২ মাস পর ১০ আগস্ট ২০২২ তারিখ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ১৫ টি ক্যাটাগরিতে ১৪৪ টি শুন্য পদের জন্য ভাইবা পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয় । উক্ত ভাইবা পরীক্ষার সময়সূচীটি ভাইবা পরীক্ষার প্রার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ । রাজউক ভাইবা পরীক্ষাটি আগামী ২২ আগস্ট হতে ১৬ অক্টোবর ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হবে ।
RAJUK ভাইবা পরীক্ষার তারিখ ও সময়সূচী পিডিএফ ডাউনলোড ২০২২
প্রত্যেক পরিইক্ষার আগে থেকেই সেই পরীক্ষার তারিখ ও সময়সূচী জানা থাকা প্রয়োজন। কেননা পরীক্ষার সময়সূচী জানা না থাকলে পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি গ্রহন সম্ভব নয় । রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.rajuk.gov.bd তে প্রকাশিত করেছে । একই সাথে আপনারা আমাদের ওয়েবসাইট হতে ভাইবা পরীক্ষার সময়সূচী পেয়ে যাবেন । চাইলে আপনি আপনার স্মার্ট ডিভাইস দিয়ে সময়সূচীটি ডাউনলোড করে রাখতে পারবেন ।
আরও দেখুন, LDAMC পরীক্ষার তারিখ ও এডমিট ডাউনলোড ২০২২
শেষকথা
এতক্ষন আমাদের আর্টিকেলটি পড়ার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি । উপরিউক্ত অংশে আমরা রাজউক ভাইবা পরীক্ষার বিষদ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি । যে সকল তথ্য কিছুটা হলেও আপনাদের কাজে লাগে । পরিশেষে ভাইবা পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি গ্রহন করে আপনি ভাইবা পরীক্ষায় সুন্দরভাবে যাতে অংশগ্রহণ করতে পারেন সেই কামনায় আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি । সকলে ভালো এবং সুস্থ্য থাকবেন । আল্লাহ হাফিজ ।