[CGA পরীক্ষার ফলাফল] সিজিএ কম্পিউটার টাইপিস্ট লিখিত পরীক্ষার ফলাফল 2022
CGA নিয়োগ লিখিত পরীক্ষার রেজাল্ট ২০২২ প্রকাশ

বিসমিল্লা হিররাহমানির রাহিম, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করে শুরু করতেছি শিক্ষিত বেকার বন্ধুদের একটি অত্যন্ত খুশির আর্টিকেল । খুশির আর্টিকেল বলার কারণ হচ্ছে এই আর্টিকেলটিতে আমরা আজ আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ চাকুরী নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কে । আর ভতা হচ্ছে সিজিএ কম্পিউটার টাইপিস্ট লিখিত পরীক্ষার ফলাফল । যারা কম্পিউটার টাইপিস্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহন করেছেন তাদের জন্য সত্যই আর্টিকেলটিতে সুখবর বা খুশির সংবাদ থাকছে । কারণ কম্পিউটার টাইপিস্ট পদে মত ৫৪৪ টি শুন্য পদের জন্য লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয় যার ফলাফল আসলেই সুখবর ছাড়া আর কি হতে পারে ? লিখিত পরীক্ষায় অংশগ্রহন করেছেন এমন প্রার্থীদের জন্য আজকের আর্টিকেলটি । আর ফলাফলের অপক্ষা করতে পারছেন না ? তো চলুন আলোচনা করা যাক সিজিএ লিখিত পরীক্ষার ফলাফল ।
CGA লিখিত পরীক্ষার ফলাফল ২০২২
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় মাস কয়েক আগে ১৪ টি ক্যাটাগরিতে মত ১৯০১ টি শুন্য পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করলে লাখো বেকার চাকুরীর জন্য আবেদন করে । আবেদন শেষ হলে গত ৪ই মার্চ ২০২২ তারিখে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের এসসিকিউ পরিকাতি সকাল ১০.০০ টা হতে ১১.০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় । এরপর এমসিকিউ পরিকায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ৫ই আগস্ট ২০২২ তারিখ বিকাল ৩.০০ টা হতে ৪.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় । যেখানে এসসিকিউ পরীক্ষা দিয়েছিলেন প্রায় ১ লাখ ৫ হাজার ২৯২ জোন এবং লিখিত পরীক্ষার জন্য ৫৪৫৭ জন উত্তীর্ণ হন এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহন করেন । লিখিত পরীক্ষার পর এখন প্রার্থীরা ফলাফলের অপেক্ষা করছেন ।
পদের নাম এবং শূন্যপদ:
১. নিরীক্ষক – ৫৩৮
২. জুনিয়র অডিটর – ৪৫৭
৩. অফিস সোহায়ক-২৫৫
৪. স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর- ০৮
৫. ক্যাশিয়ার – ০১
৬. তত্ত্বাবধায়ক – ০১
৭. স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর – ৪০
৮. কম্পিউটার টাইপিস্ট – ৫৪৪
৯. টেলিফোন অপারেটর –০১
১০. ড্রাইভার – ০১
১১. ফটোকপি অপারেটর – ১৬
১২. দফতরী – ০৬
১৩. বাছাইকারী – ২০
১৪. নিরাপত্তা প্রহরী – ১৩
মোট শূন্যপদ: ১৯০১
MCQ পরীক্ষার তারিখ: ০৪মার্চ ২০২২
পরীক্ষার সময়: সকাল ১০.০০ থেকে ১১.০০ টা
পরীক্ষার ধরন: MCQ
মোট MCQ প্রার্থী: ১০৫২৯২
লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত: ৫৪৫৭
লিখিত পরীক্ষার তারিখ: ০৫ আগস্ট২০২২
পরীক্ষার সময়: বিকাল ৩.০০ থেকে ৪.৩০টা
পরীক্ষার ধরন: লিখিত
ভাইভা জন্য নির্বাচিত:২২৪৮
সিজিএ কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার রেজাল্ট ২০২২
কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে । ১৬তম গ্রেডভুক্ত কম্পিউটার টাইপিস্ট পদের লিখিত পরীক্ষাটির পূর্ণমান ছিল ১০০ যা ৪ টি বিষয় হতে প্রশ্ন নিয়ে প্রণয়ন করা হয় । বাংলা, ইংরেজি, গণিত ও সাধারন জ্ঞান হতে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হয় । লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত সময় ছিল ১.৩০ মিনিট । পরীক্ষাটি সম্পূর্ণ হওয়ার পর প্রার্থীরা তাদের ফলাফল খোঁজ করছে । ১৪ আগস্ট কম্পিউটার মুদ্রাক্ষরিক লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় । ফলাফলটি দেখতে ও ডাউনলোড করার জন্য আপনাকে যা করতে হবে তা নিচে দেওয়া হোল ।
কম্পিউটার টাইপিস্ট পরীক্ষার ফলাফল পিডিএফ ডাউনলোড ২০২২
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের কম্পিউটার টাইপিস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে । হিসাব মহানিয়ন্ত্রকের অফিশিয়াল ওয়েব সাইট www.cga.gov.bd তে গিয়ে আপনি আপনার ফলাফলটি দেখতে ও ডাউনলোড করতে পারেন । চাইলে আমাদের ওয়েবসাইট হতে ফলাফলটি দেখে নিতে ও পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন । লিখিত পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের পরবর্তী মৌখিক বা ভাইবা পরীক্ষার তারিখ www.cga.gov.bd তে জানানো হবে । ভাইবার জন্য মোট ২২৪৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন ।
আরও দেখুন; GST B unit exam result
শেষকথা
উপরের অংশে আমরা কম্পিউটার টাইপিস্ট পরীক্ষার সম্পুন তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি । যাতে করে আপনি আপনার রেজাল্ট দেখতে ও ভাইবা পরীক্ষার তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য পান । আজ আর নয়, আবার কোন আলাদা টপিক নিয়ে হাজির হব সেই কামনায় শেষ করছি । সবাই ভালো এবং সুস্থ্য থাকবেন । আল্লাহ হাফিজ ।