পোস্টমাস্টার জেনারেল অফিস ইস্টার্ন সার্কেল (PMGEC) নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২
PMGEC নিয়োগ পরীক্ষার রেজাল্ট ২০২২

বিসমিল্লাহির রহমানির রহিম, পোস্টমাস্টার জেনারেল অফিস ইস্টার্ন সার্কেল পরীক্ষার ফলাফল ২০২২ । প্রিয় পাঠক বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি পোস্টমাস্টার জেনারেল অফিস ইস্টার্ন সার্কেল নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কে । যারা এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আজকের আর্টিকেলটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । কেননা ইতোমধ্যে নিয়োগ পরীক্ষার টি অর্থাৎ লিখিত পরীক্ষা টি অনুষ্ঠিত হয়েছে এখন আপনাদের অপেক্ষা শুধু ফলাফলের । তাই আমরা আপনাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল টি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব । ফলাফল টি পেতে আমাদের সাথেই থাকবেন এবং পুরো আর্টিকেলটি খুব মনোযোগ সহকারে পড়বেন ।
PMGEC নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২
২৪ জুন ২০২২ তারিখে পোস্টমাস্টার জেনারেল অফিস ইস্টান সার্কেল নিয়োগের লিখিত অর্থাৎ বহুনির্বাচনী প্রশ্ন পত্রের আলোকে পরীক্ষা অনুষ্ঠিত হয় । যেখানে মোট চারটে বিষয় থেকে আইসিটি mcq বা বহুনির্বাচনী প্রশ্ন রাখা হয় এবং প্রত্যেক বহুনির্বাচনী প্রশ্নের মান রাখা হয় এক নম্বর করে । উক্ত লিখিত পরীক্ষা টি বিকাল ৩.০০ ঘটিকা হতে ৪ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয় ।
পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর খুব দ্রুত উত্তরপত্র মূল্যায়ন কাজ করা হয় এবং পরীক্ষার দিনই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ।
পরীক্ষার বিজ্ঞপ্তি: ০১
পদের নাম এবং শূন্যপদ:
1. পোস্ট ম্যান -১৬
2. ফটোকপি অপারেটর – ০১
3. প্যাকার কাম মেল ক্যারিয়ার – ২৯
4. অফিস শোহায়োক – ১১
5. মেসেঞ্জার – ০১
6. রানার – ২৩
7. ক্লিনার – ০৫
8. মালী – ০১
মোট শূন্যপদ: ৮৭টি
পরীক্ষার বিজ্ঞপ্তি:০১
পদের নাম এবং শূন্যপদ:
1. কম্পাউন্ডার০৬
2. উচ্চ বিভাগ সহকারী-০২
3. স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর-০১
4. পোস্টাল অপারেটর-২০৩
5. ড্রাফটসম্যান০১
6. ড্রাইভার (ভারী)-০৬
7. ড্রাইভার (হালকা)-০২
8. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট-০৫
9. ড্রেসার-০১
10. নৌকার মাঝি-০১
মোট শূন্যপদ:২২৮
পরীক্ষার তারিখ: ২৪ জুন ২০২২
পরীক্ষার সময়: বিকাল ৩.০০টা
ভাইভা পরীক্ষার তারিখ: ২৫ জুন ২০২২
পরীক্ষার সময়ঃ সকাল ১০টা
পোস্টমাস্টার জেনারেল চট্টগ্রাম নিয়োগ পরীক্ষার ফলাফল ডাউনলোড ২০২২
পোস্টমাস্টার জেনারেল চট্টগ্রাম তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.chittagongdiv.gov.bd তে প্রকাশ করে । সেই সাথে আমরা আমাদের ওয়েবসাইটটিতেও প্রকাশ করেছি । চাইলেই এখন আপনাদের কাঙ্খিত ফলাফলটি দেক্তে ও পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন । এবং সেই সাথে আরও তথ্য জানিয়ে রাখা ভালো যে, আগামি ২৫-০৬-২০২২ তারিখ পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে । সকাল ১০.০০ টা হতে উক্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ।আপনারা যথা সময়ে মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হবেন ইনশাআল্লাহ্ ।
এখানে দেখুন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২
উপসংহার
আমরা প্রতিটি ফলাফল প্রকাশ সংক্রান্ত আর্টিকেল প্রকাশ করতে পেরে অত্যন্ত খুশি বোধ করি । খুশী বোধ করার কারন হচ্ছে এই ফলাফলের মাঝে লুখিয়ে থাকে হাজারো বেকারের খুশী বা হাঁসি যা আমরা সবসময় প্রত্যাশা করি । যারা পরীক্ষায় পাশ করেছেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং যারা পাশ করএন নি তাদেরও জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা । আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ ।