Event

ঈদুল আযহার কতদিন আছে, কয় তারিখে বাংলাদেশে ঈদ হবে ?

বাংলাদেশে কবে, কয় দিন বাঁকি আছে, কয় তারিখে ২০২৩ ঈদুল আযহা অনুষ্ঠিত হবে ?

বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম, ঈদুল আযহার কতদিন আছে, কয় তারিখে বাংলাদেশে ঈদ হবে ? সবাই ভালো আছেন ও সুস্থ্য আছেন এই প্রত্যাশায় শুরু করছি আজকের আমাদের এই আর্টিকেলটি । মুসলিমদের সবচেয়ে বড় এবং দ্বিতীয় ধর্মীয় উৎসব হচ্ছে ইদুল আযহা । এশিয়া ও এশিয়ার আশে পাশের দেশগুলোতে কবে ঈদুল আযহা অনুষ্ঠিত হবে তা নিয়ে সকলের আগ্রহের শেষ নেই । কবে কোরবানির ঈদ ২০২৩ অনুষ্ঠিত হবে , কয়দিন পর আর কত দিন আছে ঈদের এইসকল প্রশ্ন সকলের । আজ আমরা সেই সকল তথ্য তুলে ধরার জন্য এই আর্টিকেলটি শুরু করতে যাচ্ছি । তো চলুন শুরু র আযাক আজকের আর্টিকেল ।

ঈদুল আযহা ২০২৩

ঈদুল আযহার প্রধান কাজ হচ্ছে যে, পশু কোরবানি করা । আর সেই পশু করবানি করতে হলে পশু ক্রয় করা জরুরী । সবাই সবার পছন্দের পশুটি ক্রয় করতে চায় । সবাই সবার কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি , এর মধ্যে কোরবানির পশু কেনাটা জরুরী । সে সাথে পশুটির লালন পালন করাটাও । কারন গ্রামের মানুষ পশুর সেবা করতে পারলেও শহুরে মানুষ ততটা অভ্যস্ত নয় । তারা কোরবানির ঠিক আগ মুহূর্তে পশু ক্রয় করে থাকেন ।আর কোরবানির তারিখ আগে থেকে জানা থাকলে পশু ক্রয় করতে সুবিধা হয় ।কোরবানি সম্পর্কে কিছু তথ্য জানা যাক ।

বাংলাদেশে ঈদুল আযহা কবে হবে ২০২৩ ?

ঈদুল আযহা মুসলিম জাতীর একটি ঐতিহ্য বলা যায় । হাযরত ইব্রাহিম (আঃ) এর সময় থেকে শুরু করে প্রতিবছর যিলহায মাসের ১০ তারিখ ঈদুল আযহা অনুষ্ঠিত হয় । ঈদুল ফিতরের ২ মাস ১০ দিন পর ঈদুল আযহা অনুষ্ঠিত হয় । দিনে ঈদের নামাজের পর মুসলিমরা বারি ফিরে এসে তাদের প্রিয় পশুটি কোরবানি করে বা আল্লাহকে খুশী করার নিমিত্তে জবাই দেন । উক্ত যিলহায মাসের ৮ হতে ১২ তারিখ পর্যন্ত হজ্ব অনুষ্ঠিত হয় । পুরো মুসলিম বিশ্ব হতে ধর্ম প্রান মুসল্লিরা মক্কা ও মদিনায় এসে তাদের হজ্ব পালন করে থাকে । সেই সাথে হাজিরাও কোরবানি করে হজ্ব পালন করার পরের দিন । সৌদি আরবে ঈদুল আযহা অনুষ্ঠিত হওয়ার পরের দিন আমাদের দেশে ঈদুল আযহা অনুষ্ঠিত হয় ।

কোরবানির ঈদের কয়দিন আছে ও বাংলাদেশে কবে ঈদুল আযহ ২০২৩ ?

মধ্যপাচ্যের দেশগুলোর মতো বাংলাদেশে প্রতিবার খুব আনন্দের সাথে পালিত হয় । বাংলাদেশের হাট বাজারে ঈদের আগেই পশুর হাতগুলোতে খুব ভিড় লক্ষ্য করা যায় । এ দেশে কোরবানির জন্য গরু, ছাগল , ভেড়া , মহিষকেই বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে । এই পশুগুলোর হাটে পা রাখার জায়গা থাকে না বললেই চলে ঈদ মৌসুমে । এশিয়ার দেশগুলর সাথে অর্থাৎ মধ্যপাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদুল আযহা অনুষ্ঠিত হয় এবং এ বছরও হবে । দেশের আকাশে আজ ১৯ জুন যিলহায মাসের চাঁদ দেখা গেছে বলে জানান জাতীয় চাঁদ দেখা কমিটি । তাই আগামী ২৯ জুন বাংলাদেশে ঈদুল আযহা অনুষ্ঠিত হবে ।

এখানে দেখুন,কোরবানির চাঁদ দেখার সরাসরি খবর ২০২২

ইতিকথা

আপনাদের কাছে ইদুল আযহার কিছু তথ্য তুলে ধরতে পেরে আমরা সত্যি গর্বিত । কেননা ইসলামের প্রতিটি বিষয় শেয়ার করলেই অনেক অনেক সাওয়াব পাওয়া যায় । সকলে সুস্থ্য ও সুন্দরভাবে ঈদ উৎযাপন করবো ইনশাআল্লাহ্‌ । আল্লাহ হাফিজ ।

Abdul Alim

I love to Write Education and Job Information Article. I hope you are enjoying to visit Bestresultbd. Follow us on Social Media To Get Result Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *