পোস্টমাস্টার জেনারেল উত্তর সার্কেলের অফিস (PMGNC)নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২
PMGNC নিয়োগ পরীক্ষার রেজাল্ট ২০২২

বিসমিল্লা হিররাহমানির রাহিম, আশা করি সকলেই ভালো এবং সুস্থ্য রয়েছেন । সেই প্রত্যাশা নিয়ে আজ শেয়ার করতে চলেছি পোস্টমাস্টার জেনারেল উত্তর সার্কেলের অফিস (PMGNC)নিয়োগ পরীক্ষার ফলাফল বিষয়ক আর্টিকেলটি । যারা পিএমজিএনসি লিখিত পরিক্ষায় অংশগ্রহন করেছেন আজকের আর্টিকেলটি তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় । লিখিত পরীক্ষায় অংশগ্রহন করার পর এবার পরীক্ষার্থীদের এবার ফলাফলের অপেক্ষায় দিন গুনা । পরীক্ষার ফলাফল কবে, কখন এবং কোথায় প্রকাশ করা হবে ? যাদের এমনটাই প্রশ্ন তারা আমাদের আর্টিকেলের সাথেই থাকবেন এবং পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়বেন ।
পোস্টমাস্টার জেনারেল উত্তর সার্কেলের অফিস নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২
পোস্টমাস্টার, জেনারেল উত্তরাঞ্চল,রাজশাহীর অফিস সহকারি কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং প্যাকার মেইল ক্যারিয়ার পদে ৩০-০৭-২০২২ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে । উক্ত পরীক্ষার্থীর সকাল ১০.০০ টা হতে ১১.০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয় । একঘন্টা সময়সীমার এই পরীক্ষাটিতে ৮০ টি এমসিকিউ রাখা হয় যা ৪টি বিষয় হতে প্রণয়ন করা হয় । বলে রাখা ভালো যে উক্ত পরীক্ষাটিতে কোন নেগেটিভ মার্কিং নেই ।
পরীক্ষার বিজ্ঞপ্তির বিজ্ঞপ্তি: ২০১৯
পদের নাম এবং শূন্যপদ:
১. উচ্চ মান সহকারী –০৭
২. মেকানিক – ০১
৩. স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর –০২
৪. ডাক অপারেটর – ১৪১
৫. ড্রাফটসম্যান – ০১
৬. ড্রাইভার (ভারী) –০৪
৭. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট – ১০ জন
৮. পাম্প অপারেটর –০১
৯. মিডওয়াইফ –০১
মোট শূন্যপদ: ১৬৮টি
বিজ্ঞপ্তির পরীক্ষার বিজ্ঞপ্তি: ২০১৯
প্রতিষ্ঠানের নাম: পোস্টমাস্টার জেনারেল অফিস নর্দান সার্কেল (PMGNC)
পদের নাম এবং শূন্যপদ:
১. ড্রেসার – ০১
২. পোস্ট ম্যান – ৩০
৩. প্যাকার কাম মেল ক্যারিয়ার – ১২
৪. অফিস শোহায়োক (এমএলএসএস) – ০২
৫. নিরাপত্তা প্রহরী – ০৩
৬. রানার -০৪
৭. ক্লিনার -০৪
৮. মালী (মালি) – ০১
মোট শূন্যপদ:৫৭টি
পরীক্ষার তারিখ: ৩০ জুলাই২০২২
পরীক্ষার সময়ঃ সকাল ১০.০০ টা
ব্যবহারিক পরীক্ষার তারিখ: ০৫ আগস্ট ২০২২
ভাইভা তারিখ: ০৬থেকে ১০ আগস্ট ২০২২
PMGNC পরীক্ষার ফলাফল পিডিএফ ডাউনলোড ২০২২
পোস্টমাস্টার জেনারেল নর্দান সার্কেলে কিছু সংখ্যক জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে । বিজ্ঞপ্তি প্রকাশের পর হাজারো চাকরি প্রত্যাশী বেকার বন্ধুরা উক্ত পদের বিপরীতে চাকুরী পাবার আশায় আবেদন করে। তারপর উক্ত নিয়োগ পরীক্ষাটিঅনুষ্ঠিত হয় গত ৩০ জুলাই ২০২২ তারিখে । যার ফলাফল প্রকাশিত হয়েছে এবং ফলাফল টিপোস্টমাস্টার জেনারেল কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীর অফিশিয়াল ওয়েবসাইট www.post.rajshahidiv.gov.bd তে প্রকাশ করা হয়। সেইসঙ্গে আমরা আমাদের ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করেছি । এখন চাইলে আপনি অতি সহজেই ফলাফল টি দেখতে এবং পিডিএফআকারে ডাউনলোড করতে পারবেন।
এখানে দেখুন, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২
উপসংহার
প্রতিনিয়ত আমাদের সাথে থাকুন আপনার সকল চাকুরীর বিস্তারিত তথ্যসমুহ পেয়ে যাবেন অতি সহজেই । সবার আগে সঠিক চাকুরী সংক্রান্ত সকল তথ্য আমরাই পোঁছে দিতে পারি আপনার চোখের সামনে । যদি আমাদের দেওয়া তথ্য আপনাদের একটুও কাজে লাগে তাহলেই আমাদের সার্থকতা । এভাবেই সাথেই থাকবেন এ আশা ব্যাক্ত করে আজকের মত এখানেই শেষ করছি । আল্লাহ হাফিজ ।