Jobs Result

[DGHS নার্স রেজাল্ট] স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২ প্রকাশ

স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২

বিসমিল্লাহির রহমানির রহিম, আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে সুস্থ এবং ভাল আছেন। আমরা আজকে আপনাদের সাথে উপস্থিত হলাম স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল নিয়ে। আপনারা জানতে পারবেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন ক্যাটাগরির পদের পরীক্ষার ফলাফল কবে, কখন ও কোথায় প্রকাশ করা হবে এবং ফলাফল প্রকাশ পরবর্তী করণীয় সম্পর্কে। তাই এই তথ্যগুলো জানতে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ও পড়বেন করবেন।

স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২

যারা আজ ২৬আগস্ট ২০২২ তারিখ রোজ শুক্রবার বিকাল ৩.০০টা হতে ৪.০০টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদে চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশের রাজধানী শহর ঢাকা ২৭টি কেন্দ্রে প্রাথমিক এমসিকিউ প্রশ্ন পদ্ধতিতে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। যেখানে স্বাস্থ্য অধিদপ্তরের বিগত বছরের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে ৩টি ক্যাটাগরির পরীক্ষা নেয়া হয়েছে। এ সকল পরীক্ষা চারটি বিষয় হতে প্রণীত প্রশ্নে মোট ১০০ নম্বরের মাঝে অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা প্রার্থীরা এখন ফলাফলের অপেক্ষায় রয়েছে।

পদের নাম এবং শূন্যপদ:

১. মেডিকেল অফিসার – ১৩ জন

২. ল্যাব কনসালটেন্ট (মাইক্রোবায়োলজিস্ট/ভাইরোলজিস্ট/বায়োকেমিস্ট) – ২৭

৩. নার্স – ১৫০ জন

৪. ডিজিএইচএস সাপোর্ট স্টাফ নন-টেকনিক্যাল – ০১

৫. মেডিকেল টেকনোলজিস্ট – ১০৮

৬. কম্পিউটার/ডেটা অপারেটর –০২

৭. ল্যাব অ্যাটেনডেন্ট – ৫৪

৮. আয়া – ১০৮

৯. ওয়ার্ড বয় – ১০৮

১০. ক্লিনার -১৯৪
মোট শূন্যপদ: ৭৬৫

পরীক্ষার তারিখ: ২৬ আগস্ট ২০২২
পরীক্ষার সময়ঃ বিকাল ৩.০০ টা

Emergency-Pandemic-Preparedness-Project-Final-Result-Emergency-Pandemic-Preparedness-Project-Final-Result-Emergency-Pandemic-Preparedness-Project-Final-Result-Emergency-Pandemic-Preparedness-Project-Final-Result-Emergency-Pandemic-Preparedness-Project-Final-Result-Emergency-Pandemic-Preparedness-Project-Final-Result-Emergency-Pandemic-Preparedness-Project-Final-Result-Emergency-Pandemic-Preparedness-Project-Final-Result-Emergency-Pandemic-Preparedness-Project-Final-Result-Emergency-Pandemic-Preparedness-Project-Final-Result-Emergency-Pandemic-Preparedness-Project-Final-Result-Emergency-Pandemic-Preparedness-Project-Final-Result-Emergency-Pandemic-Preparedness-Project-Final-Result-

DGHS পরীক্ষার রেজাল্ট ২০২২

আপনারা সকলেই অবগত আছেন যে, মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী যখন হানা দেয় ঠিক সে মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জরুরী ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরির পদে কর্মী নিয়োগের জন্য যার মধ্য হতে মেডিকেল টেকনোলজিস্ট, নার্স ও ল্যাব কনসালটেন্ট পদের পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে। যেখানে তিনটি ক্যাটাগরি পদে মোট ১৯০ টি শুন্য পদে প্রার্থীরা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। উল্লেখ্য যে, ২৬ আগস্ট অনুষ্ঠিত উক্ত ৩টি ক্যাটাগরি ১৯০ টি শূন্যপদে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১ লাখ ১২ হাজার ৪৩৬জন প্রার্থী হিসেবে প্রতিটি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছে গড়ে ১০৮৭ জন করে প্রার্থী। এ থেকে বোঝা যাচ্ছে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

DGHS ERPP ResultDGHS ERPP Result

স্বাস্থ্য অধিদপ্তর নার্স পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২২

আশা করছি আপনি যখন এই পোস্টে উপস্থিত হয়েছেন তখন স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য অনুষ্ঠিত লিখিত রেজাল্টের জন্য এসেছেন। আপনাদের জন্য সুখবর এই যে আজ । ২৮ আগস্ট ২০২২ রবিবার স্বাস্থ্য দপ্তরের ২৬ আগস্ট গৃহীত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান পরিচালক মোহাম্মদ জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে পরীক্ষার রেজাল্ট ঘোষণা করেন। যা স্বাস্থ্য অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট www.dghs.gov.bd তে প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে ৮% হারে প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ১২ হাজার ৪৭৮ জন প্রার্থী যারা এখন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে মৌখিক ভাইভা পরীক্ষার জন্য।

COVID-19-ERPP-Project-Final-Result-2022-PDF-1-1087x1536

COVID-19-ERPP-Project-Final-Result-2022-PDF-2-1087x1536

 শেষকথা

আশা করছি উপরের অংশ হতে ইতোমধ্যেই আপনারা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল জেনেছেন এবং একইসাথে ফলাফল পরবর্তী পরীক্ষা করণীয় সম্পর্কে নানা তথ্য উপাত্ত পেয়েছেন। আপনারা যারা স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন ক্যাটাগরির শুন্য পদে নিয়োগ পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক মোবারকব। উল্লেখ্য যে, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের পরবর্তী ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে এবং একইসাথে প্রার্থীদের আবেদনকৃত নম্বরে মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। অতঃপর সকলকে অশেষ ধন্যবাদ আমাদের ওয়েবসাইট ভিজিট করায় সকলে ভাল থাকবেন ও সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

 

Abdul Alim

I love to Write Education and Job Information Article. I hope you are enjoying to visit Bestresultbd. Follow us on Social Media To Get Result Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *