
সিজিএ (CGA) মৌখিক পরীক্ষার ডেট ২০২২ । বিসমিল্লা হিররাহমানির রাহিম, সবাই কেমন আছেন বন্ধুরা ? নিশ্চয় ভালো আছেন । এমনটি প্রত্যাশা করে আজ আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি সিজিএ জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষার ভাইবা সম্পর্কে । যারা উক্ত নিয়োগ পরীক্ষার এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আর্টিকেলটি একান্তই তাদের জন্য । তো চলুন শুরু করা যাক মুল বিষয়বস্তু ।
সিজিএ ভাইবা তারিখ ২০২২
হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ১৬তম গ্রেডের ” জুনিয়র অডিটর” এর ৪৫৭টি শুন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলে প্রায় ৩৭৯৫৩২ জন ক্যান্ডিডেট আবেদন করে । ১লা এপ্রিল ২০২২ তারিখে এমসিকিউ পরীক্ষাটি অনুষ্ঠিত হয় । পরীক্ষাটি বিকাল ৩.০০ টা হতে ৪.০০ঘটিকা পর্যন্ত ১ ঘণ্টা সময়ব্যাপী অনুষ্ঠিত হয় । এমসিকিউ পরীক্ষার পর ৫৪০০ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয় । পরবর্তীতে ২২ জুলাই ২০২২ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল ১০.০০ টা হতে ১১.৩০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয় । লিখিত পরীক্ষার পর ১৮৮৭ জন প্রার্থী ভাইবা পরীক্ষার জন্য উত্তীর্ণ হয় ।
পদের নাম এবং শূন্যপদ:
১. নিরীক্ষক – ৫৩৮
২. জুনিয়র অডিটর – ৪৫৭
৩. অফিস সোহায়ক -২৫৫
৪. স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর-০৪
৫. ক্যাশিয়ার – ০১
৬. তত্ত্বাবধায়ক – ০১
৭. স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর –৪০
৮. কম্পিউটার টাইপিস্ট – ৫৪৪
৯. টেলিফোন অপারেটর – ০১
১০. ড্রাইভার – ০১
১১. ফটোকপি অপারেটর – ১৬
১২. দফতরী – ০৬
১৩. সাজানোর -২০
১৪. নিরাপত্তা প্রহরী – ১৩৬
মোট শূন্যপদ: ১৯০১
CGA মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী ২০২২
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী শেষ ধাপ হচ্ছে ভাইবা বা মৌখিক পরীক্ষা । জুনিয়র অডিটর নিয়োগ ভাইবা পরীক্ষা আগামী ২২ আগস্ট হতে ২৯ সেপ্টেম্বার ২০২২ তারিখ প্রতিদিন সকাল ১০.০০ টা হতে ০১.০০ টা এবং বিকাল ০২.০০ টা হতে বিকাল ০৫.০০টা পর্যন্ত হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে । উক্ত মৌখিক পরীক্ষার সময়সূচী হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ওয়েবসাইট www.cga.gov.bd তে যথাসময়ে প্রকাশ করা হবে । আপনারা চাইলেই ওয়েবসাইটটি ভিজিত আপ[নার প্রয়োজনীয় তথ্য পেতে পারেন ।
এখানে দেখুন, GST গুচ্ছ পরীক্ষার ফলাফল
ইতিকথা
আমাদের দেওয়া তথ্যগুলো যদি আপনাদের কাজে আসে তাহলেই আমাদের চেষ্টা সফল । ভাইবা পরীক্ষার জন্য আপনারা যথাসাধ্য প্রস্তুতি গ্রহন করবেন এবং সকল তথ্যের জন্য আমাদের সাথেই থাকবেন । সকল চাকুরী পরীক্ষার তথ্য সবার আগে জানতে এই ওয়েবসাইটটি ভিজিট করে কৃতজ্ঞ থাকবেন । সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন আল্লাহ হাফিজ ।