বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড (BBAL) পরীক্ষার ফলাফল ২০২৩
BBAL নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩

বিসমিল্লাহির রহমানির রহিম,বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২ দেখুন এখানে । আপনি কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও সিকিউরিটি গার্ড এই দুটি পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ? এখন আপনি কি তো পরীক্ষার ফলাফল টি জানতে চাচ্ছেন? আর হ্যাঁ যদি ফলাফল টি দেখতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছেন । কেননা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও সিকিউরিটি গার্ড এ দুটি পদের লিখিত পরীক্ষার ফলাফল । তাই আপনার কোন চিন্তার কারন নেই । আপনি সহজেই আপনার ফলাফল টি পেয়ে যাবেন।
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি গার্ড নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ২০২৩
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ৩৪টি ক্যাটাগরিতে ৭৪৯টিশূন্য পদের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেই সেই বিজ্ঞপ্তির ৩৪ টি ক্যাটাগরির মধ্যে মাত্র দুটি ক্যাটাগরির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । সিকিউরিটি এ দুটি পদের লিখিত পরীক্ষা ১২আগস্ট ২০২২ তারিখে অনুষ্ঠিত হয় । আর যে পরীক্ষার ফলাফলের জন্য আপনি অপেক্ষা করছিলেন । আজকের আর্টিকেলটি উক্ত পরীক্ষার ফলাফল দিয়ে সাজানো হয়েছে ।
পদের নাম এবং শূন্যপদ:
১. সিস্টেম ইঞ্জিনিয়ার (বিভিন্ন) –২১
২. মেট্রোলজিস্ট – ০৪
৩. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (বিভিন্ন) – ০৫
৪. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট সেফটি/ফ্লাইট ডেটা মনিটরিং – ০৪
৫. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণার্থী (সাধারণ) -২৫
৬. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগ্যাল অ্যাফেয়ার্স/কোর্ট অ্যাফেয়ার্স –০৩
৭. সহকারী ব্যবস্থাপক অডিট – ০১
৮. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস – ০৫
৯. মেডিকেল অফিসার – ০৩
১০. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (যাত্রী বিক্রয়/কার্গো বিক্রয়) – ০১
১১. এয়ারক্রাফট ম্যাকানিক – ৩০
১২. জুনিয়র টেইলর কাম আপহোলস্টার –০৩
১৩. উপাদান ব্যবস্থাপনা সহকারী – ১০
১৪. পরিকল্পনা সহকারী –০৭
১৫. গ্রাউন্ড সার্ভিস সহকারী – ১০০ জন
১৬. বাণিজ্যিক সহকারী – ৩০জন
১৭. হিসাব সহকারী – ১০
১৮. নিরাপত্তা সহকারী -১৪
১৯. অ্যাডমিন সহকারী –২০ জন
২০. অডিট সহকারী –০৫
২১. শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট – ০৪
২২. প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট – ০২
২৩. জুনিয়র এয়ারকন সহকারী –০১
২৪. জুনিয়র ওয়েল্ডার GSE – ০২
২৫. জুনিয়র পেইন্টার GSE – ০২
২৬. জুনিয়র মেকানিক (টায়ার) GSE –০২
২৭. জুনিয়র এমটি মেকানিক –০৯
২৮. জুনিয়র অপারেটর GSE (ক্যাজুয়াল) –১৯
২৯. জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল) – ১৭
৩০. জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) –১০
৩১. এমটি অপারেটর (ক্যাজুয়াল) –৪০
৩২.সিকিউরিটি গার্ড (ক্যাজুয়াল) – ১০০ জন
৩৩. কার্গো হেল্পার/ট্রাফিক হেল্পার (ক্যাজুয়াল) – ২০০
৩৪. এয়ারক্রাফট সুইপার (ক্যাজুয়াল) – ৪০জন
মোট শূন্যপদ: ৭৪৯
পরীক্ষার তারিখ: ১২ আগস্ট ২০২২
পরীক্ষার সময়ঃ সকাল ১০.০০ টা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড পরীক্ষার রেজাল্ট ২০২৩
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি গার্ড পদের নিয়োগ পরীক্ষাটি সকাল ১০.০০ টায় শুরু হয় । লিখিত পরীক্ষাটি mcq আকারে অনুষ্ঠিত হয় । লিখিত পরীক্ষার পূর্ণমান ছিল ৮০ প্রতিটি এমসিকিউ এর মান ১ নম্বর করে ছিল । বাংলা, ইংরেজী, গণিত ও সাধারণজ্ঞান এর চারটি বিষয় হতে mcq পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হয় । উল্লেখ্য যে,লিখিত এমসিকিউ পরীক্ষায় কোন নেগেটিভ মার্কিং ছিলনা ।
BBAL লিখিত পরীক্ষার রেজাল্ট পিডিএফ ডাউনলোড ২০২৩
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও সিকিউরিটি গার্ড এ দুটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে । সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে ১৪ টি শূন্য পদ ও সিকিউরিটি গার্ড পদে ১০০ টি শূন্য পদের বিপরীতে প্রায় ১৭ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন । বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর অফিশিয়াল ওয়েবসাইট www.biman.gov.bdbd তে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে । একই সাথে আপনারা ফলাফল টি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন আমাদের ওয়েবসাইট হতে ।
আরও দেখুন, রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পরীক্ষার ফলাফল ২০২২
শেষ কথা
উপরিউক্ত অংশে আমরা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি গার্ডনিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কিত তথ্য গুলো সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি । পরীক্ষায় উত্তীর্ণদের জন্য রইল আন্তরিক শুভকামনা ও ভালোবাসা । সবাই ভাল থাকুন সুস্থ থাকুন প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি । আল্লাহ হাফিজ ।