
বাংলা একাডেমি পরীক্ষার ফলাফল ২০২৩ দেখুন এখান থেকে। আশাকরি সকলে ভালো এবং সুস্থ রয়েছেন এই প্রত্যাশায় শুরু করতে চলেছি নতুন একটি চাকরির নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কিত নিবন্ধ। আজকের এই নিবন্ধে আপনারা জানতে পারবেন সম্প্রতি অনুষ্ঠিত বাংলা একাডেমির পরীক্ষার রেজাল্ট সম্পর্কে। বাংলা একাডেমি নিয়োগ পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছেন এই পোস্টটি তাদের জন্য উপস্থাপন করা হয়েছে। চলুন দেরী না করে দেখে নেওয়া যাক বাংলা একাডেমি চাকরির নিয়োগ পরীক্ষার ফলাফল।
বাংলা একাডেমি পরীক্ষার রেজাল্ট ২০২৩
আপনারা সকলে অবগত রয়েছেন যে, শুদ্ধ বাংলা ভাষার জন্য অর্থাৎ বাংলা ভাষার যাবতীয় রক্ষণাবেক্ষণ হতে শুরু করে বাংলা ভাষা নিয়ে কাজ করে বাংলা একাডেমি। বাংলা ভাষার শুদ্ধ রূপ এবং গবেষণা হতে বিভিন্ন বিষয়াদি নিয়ে এই বাংলা একাডেমি কাজ করে থাকে। অর্থাৎ বাংলা ভাষার প্রাণ হিসেবে বাংলা একাডেমির জুড়ি নেই। বাংলা একাডেমী পরিচালনার জন্য প্রতিবছর বিশাল সংখ্যক শিক্ষিত জলের প্রয়োজন হয়। তাই বাংলা একাডেমি পরিচালনার জন্য গত ১৭ সেপ্টেম্বর ২০২২ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশের পর হাজারো শিক্ষিত বেকার অনলাইনের মাধ্যমে চাকরির জন্য আবেদন করেন। আবেদন প্রক্রিয়া শুরু হয় ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ হতে এবং আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৫ অক্টোবর ২০২২ তারিখ। আবেদন প্রক্রিয়া শেষ হলে বাংলা একাডেমি উক্ত পদগুলোর জন্য নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করে।
পদের নাম এবং শূন্যপদ:
1. গবেষণা কর্মকর্তা – 01
2. অনুবাদক – 01
3. প্রোগ্রাম অফিসার – 01
4. ফটোগ্রাফার – 02
5. সহকারী সম্পাদক – 01
6. শিল্পী – 01
7. প্রিন্টিং সুপারিনটেনডেন্ট/রিটাউচার – 01
8. জনসংযোগ কর্মকর্তা – 01
9. ক্রয়, বিক্রয় ও দোকান কর্মকর্তা – 01
10. প্রশাসনিক কর্মকর্তা – 01
11. দক্ষ মেকানিক – 01
12. নিরাপত্তা কর্মকর্তা/তত্ত্বাবধায়ক
13. সহকারী অনুবাদক – 01
14. প্রুফ এডিটর – 02
15. সহকারী প্রোগ্রাম অফিসার – 02
16. সহকারী পান্ডুলিপি সম্পাদক (সংকলন) – 01
17. সহকারী পাণ্ডুলিপি সম্পাদক (সামাজিক বিজ্ঞান, আইন ও অনুবাদ) – ০৪
18. সহকারী পাণ্ডুলিপি সম্পাদক (বিজ্ঞান ও প্রকৌশল) – 02
19. সহকারী পাণ্ডুলিপি সম্পাদক (জীব ও চিকিৎসা বিজ্ঞান) – 02
20. সহকারী স্ক্রুটিনার – 01
21. সহকারী গ্রন্থাগারিক – 01
22. উপ-সহকারী প্রকৌশলী – 01
23. মেকানিক – 01
24. সহকারী মেকানিক – 01
25. স্টোর কিপার – 02
26. হিসাবরক্ষক – 01
27. প্রিন্টার – 01
28. স্টেনোগ্রাফার – 07
29. স্টেনো-টাইপিস্ট – 01
30. জমাদার – 01
31. সিনিয়র মেশিন ম্যান – 05
32. সিনিয়র কম্পোজিটর – 05
33. দক্ষ লিনো অপারেটর – 01
34. লিনো অপারেটর – 02
35. দক্ষ মনো অপারেটর – 02
36. অপারেটর – 01
37. দক্ষ বাইন্ডার (যান্ত্রিক) – 01
38. দক্ষ বাইন্ডার – 01
39. কম্পোজিটর – 04
40. জুনিয়র লিনো অপারেটর – 01
41. অপারেটর কাটার এবং স্টিচার – 01
42. এলডিএ কাম টাইপিস্ট – 24
43. রেকর্ড কিপার – 02
44. ল্যাব সহকারী – 01
45. হিসাব সহকারী (প্রেস) – 02
46. ড্রাইভার – 03
47. মেশিন ম্যান – 01
48. সহকারী মেশিন ম্যান – 01
49. সহকারী অপারেটর – 01
50. সহকারী – 01 টিপুন
51. ডেসপ্যাচ রাইডার – 01
52. প্যাকার – 03
53. প্লাম্বার – 01
54. পরিবেশক – 07
55. জয়েন্ট ম্যান – 02
56. প্রুফ বয় – 04
57. মেটাল কাস্টার – 02
58. লিনো সহকারী – 01
59. জুনিয়র মনো কাস্টার – 01
60. মনো সহকারী – 01
61. কাটিং সহকারী – 01
62. বাইন্ডার – 02
63. জুনিয়র বাইন্ডার – 08
64. বাঁধাই সহকারী – 02
65. MLSS – 30
66. নাইট গার্ড/দারোয়ান – 05
67. নিরাপত্তা প্রহরী – 02
68. সুইপার – 02
মোট শূন্যপদ: 180 জন
পরীক্ষার তারিখ: 17 ডিসেম্বর 2022
পরীক্ষার সময়: 11.00 AM
Bangla Academy পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩
বাংলা একাডেমির ৬৮ টি পদে ১৮০টি শুন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ইতোমধ্যে পরীক্ষা গুলো সম্পন্ন হয়েছে। রাজধানী শহর ঢাকার বিভিন্ন কেন্দ্রে বাংলা একাডেমির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় বেলা ১১.০০টা হতে। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটি বিষয় হতে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। নিয়োগ পরীক্ষা সম্পন্ন হওয়ার পর উক্ত পদে প্রার্থীরা এখন তাদের পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে তা জানতে চায়। বাংলা একাডেমীর পরীক্ষার ফলাফল জানানোর জন্যই আজকের এই আর্টিকেলটি প্রস্তুত করা। বাংলা একাডেমি নিয়োগ পরীক্ষা শেষে এই মুহূর্তে উত্তরপত্র মূল্যায়ন চলছে। উত্তরপত্র মূল্যায়ন শেষে খুব শীঘ্রই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে আশা করা যায়। ফলাফল প্রকাশ হওয়া মাত্রই আপনারা ফলাফল টি এবং ডাউনলোড করে নিতে পারবেন।
বাংলা একাডেমি mcq নিয়োগ পরীক্ষার রেজাল্ট পিডিএফ ডাউনলোড ২০২৩
এই মুহূর্তে অনেকেই বাংলা একাডেমি নিয়োগ পরীক্ষার ফলাফল জানার জন্য খুবই আগ্রহী। তারা বিভিন্ন ওয়েবসাইট খোঁজাখুঁজি করছেন ফলাফলের জন্য। বাংলা একাডেমি নিয়োগ পরীক্ষার ফলাফল তাদের অফিশিয়াল www.banglaacademy.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের সাথে সাথে আমাদের ওয়েবসাইট হতে আপনার ফলাফল টি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন।
আরো দেখুন; ডিসি অফিস মানিকগঞ্জ পরীক্ষার রেজাল্ট ২০২২
শেষ কথা
উপরের অংশে আমরা বাংলা একাডেমি নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসাধ্য তুলে ধরার চেষ্টা করেছি। বাংলা একাডেমির নিয়োগ পরীক্ষার পরবর্তী আপডেট এবং ভাই বাবা মৌখিক পরীক্ষার তারিখ জানতে আমাদের ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করুন।