[BAF Result] বাংলাদেশ বিমান বাহিনীর পরীক্ষার ফলাফল ২০২৩
BAF লিখিত পরীক্ষার রেজাল্ট ২০২৩ প্রকাশ

বিসমিল্লাহির রহমানির রাহিম, বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহায়ক পরীক্ষার ফলাফল ২০২৩ দেখুন। প্রিয় চাকুরী অন্বেষী বন্ধুরা সকলে কেমন আছেন? আশাকরি সকলে ভালো এবং সুস্থ রয়েছেন এমন আশাবাদ নিয়ে আজকে শুরু করব নতুন একটি চাকুরী নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কিত নিবন্ধন। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গ নিয়ে। যারা বিমান বাহিনীর অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছেন নিশ্চয়ই এই মুহূর্তে তারা উক্ত পরীক্ষার ফলাফল জানতে খুবই আগ্রহী। এমনটি বিবেচনা করে আমরা বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার ফলাফল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনার কাঙ্খিত ফলাফল পেতে পুরো আর্টিকেলর সাথেই থাকুন।
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩
প্রতিবছর বাংলাদেশ বিমান বাহিনীতে বহু সংখ্যক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং দক্ষ জনবল নিয়োগ করা হয়। তারই ধারাবাহিকতায় গত .২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে অফিস সহায়ক পদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অফিস সহায়ক পদে মোট চব্বিশটি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর এর জন্য প্রায় ৪৫ হাজার ১৫৪ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করে। আবেদন প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃপক্ষ অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করে।
প্রতিষ্ঠানের নামঃ বিমান বাহিনী সদর দপ্তর
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ)
পদের নাম এবং শূন্যপদ:
1. স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর – 05
2. পরীক্ষাগার সহকারী – 04
3. ডিজাইনার – 03
4. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট – 20 জন
5. স্টোরম্যান – 06
6. মিডওয়াইফ – 02
7. অগ্নিনির্বাপক – 04
8. মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (MTD) – 19
9. মিস্ত্রী ক্লাস 1 (ইঞ্জিন ফিটার) – 07
10. মিস্ত্রী ক্লাস 1 (ইলেকট্রিক ফিটার) – 03
11. মিস্ত্রী ক্লাস 1 (মেকানিক্যাল ট্রান্সপোর্ট ফিটার) – 03
12. মিস্ত্রী ক্লাস 1 (ওয়্যারলেস ফিটার) – 10
13. মিস্ত্রী ক্লাস 1 (ইনস্ট্রুমেন্ট ফিটার) – 05
14. মিস্ত্রী ক্লাস 2 (এয়ারফ্রেম মেকানিক) – 08
15. মিস্ত্রী ক্লাস 2 (আরমামেন্ট মেকানিক) – 04
16. মিস্ত্রী ক্লাস 2 (সাধারণ মেকানিক) – 05
17. মিস্ত্রী ক্লাস 2 (ইলেকট্রিক মেকানিক) – 11
18. মিস্ত্রী ক্লাস 2 (মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক) – 26
19. মিস্ত্রী ক্লাস 2 (ওয়্যারলেস মেকানিক) – 03
20. মিস্ত্রী ক্লাস 2 (ইনস্ট্রুমেন্ট মেকানিক) – 03
21. মিস্ত্রী ক্লাস 2 (ধাতু শ্রমিক) – 09
22. মিস্ত্রী ক্লাস 2 (ছুতার) – 08
23. মিস্ত্রী ক্লাস 2 (চিত্রকর) – 08
24. মিস্ত্রী ক্লাস 2 (ওয়েল্ডার) – 05
25. মিস্ত্রী ক্লাস 2 (বাইন্ডার) – 02
26. ট্রেডসম্যান (এয়ারফ্রেম মেকানিক) – 02
27. অফিস সোহায়ক – 24
28. লস্কর – 42
29. শেফ – 25
30. লস্কর অ্যান্টি-ম্যালেরিয়া – 06
31. লস্কর বিমান – 04
32. মেকানিক্যাল ট্রান্সপোর্ট গিজার – 10
33. লস্কর স্পোর্টস মার্কার – 01
34. মেস ওয়েটার -17
35. লস্কর বার্ড শুটার – 03
36. প্রহরী -04
37. লস্কর ওয়ার্ড বয় – 01
38. ওয়াশার আপ – 16
39. মালি – 10
40. ওয়েটার ক্যারিয়ার – 03
41. আয়া – 01
42. ক্লিনার – 14
43. লস্কর ফায়ার ফাইটার – 08
মোট শূন্যপদ: 374
পরীক্ষার তারিখ: 10 এবং 17 সেপ্টেম্বর 2022
পরীক্ষার সময়: সকাল 9.00 AM থেকে 10.30 AM, 12.00 PM থেকে 13.30 PM, এবং 9.00 AM থেকে 10.30 AM
পদের নামঃ অফিস সহায়ক
নিয়োগ পরীক্ষার তারিখঃ ১০ সেপ্টেম্বর ২০২২
সময়ঃ ৬০ মিনিট
পূর্ণমানঃ ৭০
To see BAF result: Clik here
বিমান বাহিনীর লিখিত পরীক্ষার ফলাফল ২০২৩
বাংলাদেশ বিমান বাহিনী অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষার ১০ আগস্ট ২০২২ তারিখ রোজ শনিবার সকাল ১০.০০ টা হতে ১১.১০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারন জ্ঞান এর চারটি বিষয় হতে মোট ৭০ মার্কের প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। প্রশ্নপত্রটির বাংলা এবং ইংরেজি হতে ২০মার্ক করে, গণিত এবং সাধারন জ্ঞান হতে ১৫ মার্ক করে প্রশ্নপত্র সাজানো হয়। অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা টি অনুষ্ঠিত হওয়ার পর পরীক্ষার্থীরা তাদের ফলাফলের অপেক্ষায় রয়েছে। বিমান বাহিনী অফিস সহায়ক পদের উত্তরপত্র মূল্যায়ন শেষে দু-একদিনের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
বিমান বাহিনী অফিস সহায়ক পদের ফলাফল পিডিএফ ডাউনলোড ২০২৩
বাংলাদেশ বিমান বাহিনী অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিমান বাহিনী অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার ফলাফল জানতে বিমান বাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট www.baf.mil.bd তে ভিজিট করতে পারেন। সেই সাথে আমাদের ওয়েবসাইট হতে আপনি উক্ত পরীক্ষার ফলাফল টি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন। অফিস সহায়ক পদে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার তারিখ শীঘ্রই জানানো হবে। ফলাফল টি প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ও জানানো হবে।
আরও দেখুন; রেলওয়ে ওয়েম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
শেষ কথা
যেসকল পরীক্ষার্থীরা বিমান বাহিনী অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জানাই আন্তরিক সাধুবাদ এবং শুভেচ্ছা। উপরের অংশে আমরাঅফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করেছি, যাতে করে আপনি আপনার ফলাফল টি অতি সহজেই দেখতে ও ডাউনলোড করতে পারেন। এভাবে প্রতিটি আর্টিকেল এর সাথে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই আশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।