PMGEC পরীক্ষার তারিখ এবং প্রবেশপত্র ডাউনলোড ২০২২
PMGEC পরীক্ষার তারিখ এবং এডমিট ডাউনলোড ২০২২
পোস্টমাস্টার জেনারেল পরীক্ষার তারিখ এবং প্রবেশপত্র ডাউনলোড ২০২২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ অধীনস্থ পোস্টমাস্টার জেনারেল এর দপ্তর পূর্বাঞ্চল চট্টগ্রাম এ নিয়োগ পরীক্ষার তারিখ এবং প্রবেশপত্র প্রকাশিত হয়েছে। আজকে আমরা আপনাদের কাছে তুলে ধরব পোস্টমাস্টার জেনারেল ইস্টার্ন সার্কেল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চাকুরী নিয়োগ পরীক্ষার পরীক্ষার তারিখ এবং প্রবেশপত্র উত্তোলনের সকল তথ্য সম্পর্কে। যাদের যাদের এই মুহূর্তে উক্ত পরীক্ষার তারিখ, সময়সূচী জানা এবং প্রবেশপত্র উত্তোলন করা জরুরি তারা আমাদের সাথেই থাকুন এবং আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষপর্যন্ত। চলুন শুরু করা যাক আজকের মেইন বিষয় টি।
PMGEC পরীক্ষার তারিখ এবং এডমিট ডাউনলোড ২০২২
বাংলাদেশ ডাক বিভাগ বাংলাদেশি সরকারি সংস্থার মধ্যে একটি অন্যতম সংস্থা। সেইসাথে পোস্টমাস্টার জেনারেল ইস্টার্ন সার্কেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্ত সংস্থা। ১৯৮১সালে স্থাপিত হয়। সংস্থাটি সঠিকভাবে পরিচালনা করার জন্য অনেক জনবলের প্রয়োজন। তাই প্রতিবছর কিছুসংখক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। আর প্রতিবারের ন্যায় এবারও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বাংলাদেশ ডাক বিভাগের আওতায় । যারা নতুন চাকুরীর জন্য বসে আছেন তাদের জন্নম এটা একটি সুখবর। উক্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর লাখো বেকার বন্ধুরা আবেদন করে । আবেদনের পর এখন তারা অপেক্ষা করছে পরীক্ষাটি কবে,কখন এবং কোথায় হবে সেই আশায় । যাহোক ইতোমধ্যে বাংলাদেশ ডাক বিভাগ উক্ত পরীক্ষার তারিখ, সময়সূচী ও প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত সকল তথ্য প্রকাশ করেছে ।
পরীক্ষার বিজ্ঞপ্তি: ০১
পদের নাম এবং শূন্যপদ:
1. পোস্ট ম্যান – ১৬
2. ফটোকপি অপারেটর –০১
3. প্যাকার কাম মেল ক্যারিয়ার – 29
4. অফিস শোহায়োক – ১১
5. মেসেঞ্জার – ০১
6. রানার – ২৩
7. ক্লিনার – ০৫
8. মালী – ০১
মোট শূন্যপদ: ৮৭টি
পরীক্ষার বিজ্ঞপ্তি: ০১
পদের নাম এবং শূন্যপদ:
1. কম্পাউন্ডার-০৬
2. উচ্চ বিভাগ সহকারী-০২
3. স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর-০১
4. পোস্টাল অপারেটর-২০৩০
5. ড্রাফটসম্যান-০১
6. ড্রাইভার (ভারী)-০৬
7. ড্রাইভার (হালকা)০২
8. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট-০৫
9. ড্রেসার-০১
10. নৌকার মাঝি-০১
মোট শূন্যপদ: ২২৮
পরীক্ষার তারিখ: ২৪ জুন ২০২২
পরীক্ষার সময়: বিকাল ৩:০০টা
পোস্টমাস্টার জেনারেল প্রবেশপত্র ডাউনলোড ২০২২
পোস্টমাস্টার জেনারেল প্রবেশপত্র আমাদের ওয়েবসাইটে এই মুহূর্তে আপনি সহজেই পেয়ে যাবেন । সাম্প্রতি পোস্টমাস্টার জেনারেল PMGEC প্রত্যেক বারের মতো এবারো তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.pmgec.gov.bd হতে সকলকে প্রবেশপত্র ডাউনলোড করতে অনুরধ করেছে । এখন অতি সহজেই আপনার রোল নম্বরটি যথাস্থানে বসিয়ে আপনার প্রবেশপত্রতটি ডাউনলোড করতে পারেন। চাইলে আপনি আমাদের নির্দেশনা ফলো করতে পারেন এতে করে আপনার কাজ টা অনেক সোজা হবে ।
পোস্টমাস্টার জেনারেল পরীক্ষার তারিখ ও সময়সূচী ২০২২
আগামী ২৪-০৬-২০২২ তারিখ পোস্টমাস্টার জেনারেল অফিস ইস্টার্ন সার্কেল নিয়োগ লিখিত পরীক্ষাটি কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে । লিখিত পরীক্ষাটি রোজ শুক্রবার বিকাল ৩ টা হতে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত অনুষ্ঠিত হবে । ক্যান্ডিডেটের মোবাইলে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও স্থানের বিষয় জানানো হবে ।
এখানে দেখুন,বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট পরীক্ষার ফলাফল ২০২২
পরিশেষ
আমরা সব সময় চাই আপনাদের সমস্যাটি খুব দ্রুত এবং সবার আগে সমাধান করতে । আপনাদের নিকট এই পরীক্ষাটির তারিখ এবং প্রবেশপত্র সম্পর্কে সকল তথ্য তুলে ধরতে বা উপস্থাপন করতে পেরে আমরা অনেক খুশি। আশা করি তথ্যগুলো আপনাদের অনেক কাজে দেবে । এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের আর্টিকেলটি সকলে সুস্থ্য থাকুন, ভালো থাকুন । আল্লাহ হাফিজ ।