Exam Date

[IRD পরীক্ষার তারিখ] অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (IRD) পরীক্ষার তারিখ ও এডমিট ডাউনলোড ২০২২

IRD পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র ডাউনলোড ২০২২

বিসমিল্লা হিররাহমানির রাহিম, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (IRD) পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে । প্রিয় চাকুরী প্রত্যাশী বন্ধু আজকের আর্টিকেলটি একান্তই আপনার জন্য যদি আপনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ চাকুরী নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করে থাকেন । কেননা অভ্যন্তরীণ সম্পদ বিভাগ তাদের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পর এবার সেই সকল পদের শুন্য পদের জন্য লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে । আজকে আমারা তুলে ধরার চেষ্টা করবো উক্ত লিখিত পরীক্ষার তারিখ এবং এডমিট ডাউনলোড পধ্যতি সম্পর্কে । তাই পরীক্ষাটির বিস্তারিত তথ্য জানতে পুরো আর্টিকেলটি যত্নসহকারে পড়বেন ।

IRD পরীক্ষার তারিখ ও এডমিট প্রকাশ ২০২২

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রানলয়ের রাজস্ব খাতভুক্ত ৫টি পদে মোট ১৭ টি শুন্য পদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে । বিজ্ঞপ্তিতে পুরো অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হয় । আবেদন শুরু হয় ৭ই এপ্রিল ২০২২ তারিখ এবং শেষ হয় ৬ মে ২০২২ তারিখ । আবেদন শেষ হওয়ার দুই মাস পর সাঁট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ক্যাশ সরকার ও অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয় ।

পদের নাম এবং শূন্যপদ:

১. স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর –০২

২. কম্পিউটার অপারেটর – ০৪

৩. ক্যাশিয়ার –০১

৪. নগদ সরকার – ০১

৫. অফিস সোহায়ক – ৯

মোট শূন্যপদ:১৭

পরীক্ষার তারিখ: ০২ সেপ্টেম্বর২০২২
পরীক্ষার সময়: ১০.৩০ থেকে ১২.০০টা এবং ১০.৩০AM থেকে ১১.৩০টা

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র ২০২২

১৪ আগস্ট ২০২২ তারিখে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ তাদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে । সাঁট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ক্যাশ সরকার ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ০২ সেপ্টেম্বর ২০২২ তারিখ হতে শুরু হবে । পরীক্ষাটি শুরু হবে সকাল ১০.০০ টা হতে ১২.০০ টা এবং ১০.৩০ টা হতে ১১.৩০ টা পর্যন্ত । উলেখ্য যে, পরীক্ষাটি এমসিকিউ আকারে হওয়ার সম্ভবনা বেশি ।

আইআরডি পরীক্ষার এডমিট ডাউনলোড করার নিয়ম ২০২২

সকল পরীক্ষার পূর্বে পরীক্ষার তারিখ জানা অতি জরুরী সেটা চাকুরী পরীক্ষা হোক বা অন্য কোন পরীক্ষা হোক । সেই সাথে পরীক্ষাটির এডমিট ডাউনলোড করার জরুরী । অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সকল তথ্য জানতে www.ird.v.bd ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন । এবং এডমিট ডানলোড করার জন্য ird.teletalk.com.bd/admitcard/ ওয়েবসাইটটিতে প্রবেসরে আপনার ইউজার আইডি অ পাসওয়ার্ড ব্যবহার করে এডমিট ডাউনলোড করতে পারবেন ।

আরও দেখুন; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ (RDCD) পরীক্ষার তারিখ

শেষকথা

উপরে দেওয়া নিয়মাবলী অনুসরন করলে এডমিট ডাউনলোড করতে পারবেন ।  আর আমাদের ওয়েবসাইটের সাথে  এতক্ষন সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালবাসা । আল্লাহ হাফিজ ।

Abdul Alim

I love to Write Education and Job Information Article. I hope you are enjoying to visit Bestresultbd. Follow us on Social Media To Get Result Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *