Jobs Result

বস্ত্র অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২ প্রকাশ [টেক্সটাইল বিভাগ (DOT) পরীক্ষার রেজাল্ট]

টেক্সটাইল বিভাগ (DOT) পরীক্ষার ফলাফল ২০২২

বস্ত্র অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২, হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছে। সেই শুভকামনা নিয়ে শুরু করতে যাচ্ছি আজকে আমাদের নতুন এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল।আজকের আর্টিকেলটি হচ্ছে বাংলাদেশ বস্ত্র অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২ সম্পর্কে। আপনারা যারা এই নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের জন্যই আমাদের আজকের এই আর্টিকেলটি। আশাকরি অত্যন্ত মনোযোগের সাথে আর্টিকেলটি পড়বেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।

বস্ত্র অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২

এই মুহূর্তে যাদের বস্ত্র অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফলের প্রয়োজন তারা সঠিক ওয়েবসাইটটিতে এসে পৌঁছে গেছেন। আপনাদের আর কোনো দুশ্চিন্তা বা চিন্তার কারণ নেই। বাংলাদেশ বস্ত্র অধিদপ্তর ২০২২ তাদের নিয়োগ পরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রকাশ করেছে । আর আমাদের ওয়েবসাইটে উক্ত ফলাফল নিয়ে আজ আলোচনা করব। যাতে করে আপনি ফলাফল ছবি বা পিডিএফ আকারে দেখতে ও ডাউনলোড করতে পারবেন একই সাথে আপনি ফলাফল পরবর্তী অন্যান্য করণীয় সম্পর্কে জানতে পারবেন। অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনি মৌখিক পরীক্ষা বা ভাইবা পরিক্ষারতারিখ জানতে পারবেন।

DOT-Written-Exam-Result-2022-PDF-1-1086x1536

বস্ত্র অধিদপ্তর নিয়োগ পরীক্ষার রেজাল্ট ২০২২

বাংলাদেশ বস্ত্র অধিদপ্তরে কিছুসংখ্যককে সঙ্গে জনবল নিয়োগের জন্য গত এপ্রিল মাসে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।যার বিপরীতে লাখ চাকুরীপ্রত্যাশী চাকুরী পাওয়ার জন্য আবেদন করে। প্রায় ২ লাখ ৩হাজার ৫৬৭জন পার্থী উক্ত পদের বিপরীতে আবেদন করে। মোট ১৮টি ক্যাটাগরিতে ১১৬টি পদের জন্য চাকুরীতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। যার ফলশ্রুতিতে ০২ সেপ্টেম্বর তারিখে ২০২২ অনুষ্ঠিত হয়েছে বস্ত্র অধিদপ্তররে বিভিন্ন ধাপের নিয়োগ লিখিত পরীক্ষা। উক্ত লিখিত পরীক্ষার তারিখ ঢাকার খিলগাঁও উচ্চ বিদ্যালয় সকাল দশটা হতে এগার টা পর্যন্ত নেওয়া হয়। পরীক্ষার্থী লিখিত বলা হলেও তা হয় mcq আকারে যাতে ৭০ নম্বরের পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন থাকে ৭০ টি যা ৪টি বিষয় থেকে প্রনয়ন করা হয়।

পদের নাম ও শুন্যপদঃ

১। ইন্সপেক্টর ( টেকনিক্যাল )-০১
২। কম্পিউটারঅপারেটর-৪
৩। দর্জি মাস্টার -৫
৪। স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর -১
৫। উচ্চ বিভাগ সহকারী (UDA) – ৩
৬। স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর – ১
৭। প্যাটার্ন ডিজাইনার -১
৮। কারিগরি সরকারি -২০
৯। লাইব্রেরী সহকারী -২
১০। অফিস সহকারী-কম্পিউটার মুদ্রাক্ষরিক -১৯
১১। স্টোর কিপার -৩
১২। ড্রাইভার -২
১৩। মেকানিক্স -১০
১৪। বয়লার অপারেটর -১
১৫। ল্যাবরেটরি সহকারি -৮
১৬। সিকিউরিটি গার্ড -১
১৭।অফিস সহায়ক -৩৩
১৮।মালি -১

আরও দেখুন- বস্ত্র অধিদপ্তর (DOT) পরীক্ষার তারিখ ও এডমিট ডাউনলোড ২০২২

বস্ত্র অধিদপ্তর নিয়োগ পরীক্ষার রেজাল্ট ডাউনলোড

বাংলাদেশ বস্ত্র অধিদপ্তর নিয়োগ পরীক্ষার রেজাল্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.dot.gov.bd.comতে প্রকাশ করেছে। একই সাথে আমরা আমাদের Bestresultbd তেও উক্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলেই ওয়েবসাইট দুটি থেকে আপনারা আপনাদের কাঙ্খিত ফলাফল টি দেখতে বা জানতে পারবেন।

DOT-Exam-Result-2022-1133x1536

শেষ কথা

যারা পরীক্ষায় কৃতকার্য হয়েছেন তাদের প্রতি আমাদের ওয়েবসাইট এর পক্ষ থেকে শুভকামনা ও ভালোবাসা রইলো। যারা অকৃতকার্য হয়েছেন তাদের যেন সামনের পরীক্ষাগুলো অবশ্যই ভালো এবং সুন্দর হয় সেই শুভকামনা রইল। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও কামনা করে আমাদের আজকের এই পোস্টটি এখানেই সমাপ্ত করছি। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের পোস্ট সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ।

 

Emir

I love to Write Education and Job Information Article. I hope you are enjoying to visit Bestresultbd. Follow us on Social Media To Get Result Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *