[CGA ভাইবা রেজাল্ট] CGA অডিটর ফাইনাল ভাইভা রেজাল্ট ২০২২
হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় (CGA) অডিটর মৌখিক (ভাইবা) পরীক্ষার ফলাফল ২০২২

বিসমিল্লা হিররাহমানির রাহিম। CGA অডিটর ফাইনাল ভাইভা রেজাল্ট ২০২২ দেখুন এখানে। আশা করি সকলে ভালো এবং সুস্থ্য রয়েছেন সেই প্রত্যাশায় শুরু করতে চলেছি আজকের আরেকটি নতুন আর্টিকেল। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হিসাব নিয়ন্ত্রক কার্যালয় (CGA) অডিটর মৌখিক (ভাইবা) পরীক্ষার ফলাফল। আর্টিকেলটি অত্যন্ত সুখবর বয়ে আনবে এই পদের ভাইভা পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে। কারণ পরীক্ষার সকল কার্যক্রম শেষ হয়েছে এবার শুধু ভাইবা পরীক্ষার ফলাফল প্রকাশের পালা। ভাইবা পরীক্ষার রেজাল্ট পাওয়া মানেই অডিটর পদের জন্য শুধু চাকুরীতে যোগদানের অপেক্ষামাত্র। দেরি না করে দেখে নেওয়া যাক অডিটর পদের মৌখিক বা ভাইবা পরীক্ষার চূড়ান্ত ফলাফলটি।
CGA অডিটর ভাইভা রেজাল্ট ২০২২
হিসাব নিয়ন্ত্রক কার্যালয় (CGA) ১৪টি ক্যাটাগরিতে ১৯০১টি শুন্য পদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করার পর অডিটর পদের এমসিকিউ পরীক্ষা ৭ই জানুয়ারি ২০২২ তারিখ অনুষ্ঠিত হয়। এম সিকিউ পরীক্ষার পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৮ই জানুয়ারি ২০২২ তারিখে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ০৮-০৬-২০২২ তারিখ হতে ১৩-০৮-২০২২ তারিখ পর্যন্ত মৌখিক বা ভাইবা পরীক্ষা নেওয়া হয়। ভাইবা পরীক্ষার পর উক্ত পদের প্রার্থীরা এখন তাদের চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করছে। আজ সেই ফলাফলটি আপনাদের কাছে শেয়ার করার জন্য আর্টিকেলটি প্রস্তুত করা।
পদের নাম এবং শূন্যপদ:
১. অডিটর – ৫৩৮
২. জুনিয়র অডিটর – ৪৫৭
৩. অফিস সোহায়ক-২৫৫
৪. স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর- ০৮
৫. ক্যাশিয়ার – ০১
৬. তত্ত্বাবধায়ক – ০১
৭. স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর – ৪০
৮. কম্পিউটার টাইপিস্ট – ৫৪৪
৯. টেলিফোন অপারেটর – ০১
10. ড্রাইভার –০১
১১. ফটোকপি অপারেটর –১৬
১২. দফতরী – ০৬
১৩. বাছাইকারী -২০
১৪. নিরাপত্তা প্রহরী -১৩
মোট শূন্যপদ: ১৯০১
অডিটর MCQ পরীক্ষার তারিখ:০৭ জানুয়ারী ২০২
লিখিত পরীক্ষার তারিখ: ২৮ জানুয়ারী 2022
ভাইভা সময়সূচী:০৮ জুন ২০২২ থেকে ১৩আগস্ট২০২২
মোট নির্বাচিত: ৫৩৮
হিসাব নিয়ন্ত্রক কার্যালয় (CGA) অডিটর পদের ভাইবার ফলাফল ২০২২
ভাইবা পরীক্ষার ৭ দিন পর ২০-০৮-২০২২ তারিখ হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় অডিটর পদের ভাইবা পরীক্ষার ফলাফল প্রকাশ করে। অডিটর পদে লিখিত পরীক্ষায় প্রায় ১২ হাজার ৬৪৫ জন প্রার্থী অংশগ্রহন করে এবং ভাইবার জন্য ১ হাজার ৮৫৪ জন প্রার্থী নির্বাচিত হন। ভাইবা পরীক্ষা শেষে ৫৩৮ জন প্রার্থীকে অডিটর পদে চাকুরীতে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।
সিজিএ অডিটর ভাইবা চূড়ান্ত ফলাফল পিডিএফ ডাউনলোড ২০২২
বরাবরের মত হিসাব মহা নিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) তাদের অগিশিয়াল ওয়েবসাইট www.cga.gov.bd তে অডিটর পদের ভাইবা পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। একই সাথে আমদের ওয়েবসাইট হতেও ফলাফলটি দেখতে ও পিডিএফ ডাউনলোড করতে পারবেন। উল্লেখ্য যে, ভাইবা পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের কে পরবর্তীতে অডিটর পদে যোগদানের জন্য সময়সূচী জানানো হবে তাদের একই ওয়েবসাইটের মাধ্যমে। আপনি চাইলে অতি সহজেই আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি দেখতে ও পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন।
আরও দেখুন; সমাজসেবা অধিদপ্তর এডমিট কার্ড ডাউনলোড ২০২২
শেষকথা
উপরিউক্ত অংশে আমরা অডিটর পদের চূড়ান্ত ভাইবা ফলাফল প্রকাশ করতে চেষ্টা করেছি। যার মাধ্যমে আপনি খুব সহজেই ফলাফলটি দেখতে পারেন। ভাইবা পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের জানাই শুভকামনা। সকলে ভালো এবং সুস্থ্য থাকার চেষ্টা করবেন সেই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।