বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BINA) নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২
BINA পরীক্ষার ফলাফল ২০২২

বিসমিল্লাহির রহমানির রহিম,বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট (বিনা) নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২২ । আশাকরি সকলে ভালো আছেন এ প্রত্যাশা নিয়ে শুরু করতে চলেছি আজকের আর্টিকেলটি । আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল প্রসঙ্গ নিয়ে । আপনি যদি উক্ত পরীক্ষার ফলাফল পেতে আগ্রহী হন বা জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছেন । আপনাদের আমরা জানিয়ে দেবো আপনার সেই কাঙ্খিত ফলাফল টি, আর সেই জন্য আমাদের এই পুরো আর্টিকুলের সাথেই থাকবেন ।
BINA পরীক্ষার রেজাল্ট ২০২২
১লা জুলাই ২০২২ তারিখে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট নিয়োগের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয় । ১৪ টি ক্যাটাগরিতে মোট ৪৭ টি শূন্যপদে জনবল নিয়োগের জন্য উক্ত পরীক্ষার্থী অনুষ্ঠিত হয় । পরীক্ষাটি সকাল ১০.০০ ঘটিকা হতে ১১.০০ ঘটিকা পর্যন্ত গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স (পূর্বের গার্হস্থ্য অর্থনীতি কলেজ) অনুষ্ঠিত হয় । উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় ।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার (বিনা)
পদের নাম এবং শূন্যপদ:
1. কর্মী-১ (টেকনিশিয়ান-১) – ০৪
2. কম্পিউটার অপারেটর – ০২
3. স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর –০১
4. হিসাব সহকারী (বিভিন্ন) –১১
5. বৈজ্ঞানিক সহকারী-১ – ০২
6. বৈজ্ঞানিক সহকারী-২ –০২
7. পিএ – ০২
8. ড্রাফটসম্যান -০১
9. ড্রাইভার -০৩
10. ডেটা এন্ট্রি অপারেটর – ০২
11. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট- ১২
12. পাম্প অপারেটর – ০১
13. শেফ – ০১
14. প্লাম্বার – ০৩
মোট শূন্যপদ: ৪৭
পরীক্ষার তারিখ:০১ জুলাই ২০২২
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট লিখিত পরীক্ষার ফলাফল ২০২২
পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট লিখিত পরীক্ষার ফলাফল তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.bina.gov.bd তে প্রকাশ করেছে । একই সাথে উক্ত ফলাফল টি আমরা আমাদের ওয়েবসাইটেও আপনাদের সাথে প্রকাশ করেছি । এখন অতি সহজেই আপনি আপনারএবং ডাউনলোড করে রাখতে পারেন ।
পরমাণু গবেষণা ইনস্টিটিউট নিয়োগ পরীক্ষার ফল
মোট ৪৭ টি শূন্যপদে চাকুরী পাওয়ার নিমিত্তে প্রায় ৩৮,৩৪৬ জন ক্যান্ডিডেট উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্য হতে ১৪০ জন পার্থী তাদের প্রাপ্ত নম্বর ভিত্তিতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয় । উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ www.bina.gov.bd তে জানানো হবে এবং পার্থীর মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে জানানো হবে ।
এখানে দেখুন,ঈদুল আযহার কতদিন আছে, কয় তারিখে বাংলাদেশে ঈদ হবে ?
ইতিকথা
আপনাদের কাছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট নিয়োগ পরীক্ষার ফলাফলটি প্রকাশ করতে পেরে আমরা অত্যন্ত কৃতজ্ঞ । কৃষির উন্নতিতে ভূমিকা রাখার জন্য এই পদগুলোতে চাকুরী পাওয়াটা খুব জরুরী । তাই এই ইন্সটিটিউটে চাকুরীর মাধ্যমে দেশ ও জাতীকে আপনি এগিয়ে নিয়ে যান এই প্রত্যাশায় আমাদের কাম্য । সবাই আমাদের সাথেই থাকবেন এবং বন্ধুদের সাথে সাইটটি শেয়ার করতে ভুলবেন না । আল্লাহ হাফিজ ।