বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভাইভা পরীক্ষার তারিখ ২০২২
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড মৌখিক পরীক্ষার তারিখ ২০২২
বিসমিল্লা হিররাহমানির রাহিম,বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভাইভা তারিখ ২০২২ দেখুন। সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি আর্টিকেল। আজকের আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড মৌখিক পরীক্ষার তারিখ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড লিখিত পরীক্ষার পর এবার ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পালা। লিখিত পরীক্ষায় যেসকল প্রার্থী উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র তাদেরই ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভাইবা পরীক্ষায় অংশগ্রহন করবেন তাদের উদ্দেশ্যে আজকের আর্টিকেলটি প্রস্তুত করা হয়েছে। আপনার ভাইবা পরীক্ষার তারিখ জানতে আমাদের এই আর্টিকেলটি অনুগ্রহ করে পুরোপুরি পড়বেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ভাইবা পরীক্ষার তারিখ ২০২২
বিমান বাংলাদেশ ২৪টি পদে মোট ৭৪৯টি শুন্য পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিশাল সংখ্যক শুন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে লাখো বেকার বন্ধুরা চাকুরীর জন্য আবেদন করে। আবেদন প্রক্রিয়া শেষ হলে ১২ই আগস্ট ২০২২ তারিখে বিমান বাংলাদেশ ২টি পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও সিকিউরিটি গার্ড এ দুটি পদের লিখিত পরীক্ষার ফলাফল পরীক্ষার দিনই প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষার পর প্রার্থীরা এখন তাদের ভাইবা পরীক্ষার জন্য অপেক্ষা করছে।
পদের নাম এবং শূন্যপদ:
১. সিস্টেম ইঞ্জিনিয়ার (বিভিন্ন) –২১
২. মেট্রোলজিস্ট – ০৪
৩. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (বিভিন্ন) – ০৫
৪. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট সেফটি/ফ্লাইট ডেটা মনিটরিং – ০৪
৫. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণার্থী (সাধারণ) -২৫
৬. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগ্যাল অ্যাফেয়ার্স/কোর্ট অ্যাফেয়ার্স –০৩
৭. সহকারী ব্যবস্থাপক অডিট – ০১
৮. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস – ০৫
৯. মেডিকেল অফিসার – ০৩
১০. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (যাত্রী বিক্রয়/কার্গো বিক্রয়) – ০১
১১. এয়ারক্রাফট ম্যাকানিক – ৩০
১২. জুনিয়র টেইলর কাম আপহোলস্টার –০৩
১৩. উপাদান ব্যবস্থাপনা সহকারী – ১০
১৪. পরিকল্পনা সহকারী –০৭
১৫. গ্রাউন্ড সার্ভিস সহকারী – ১০০ জন
১৬. বাণিজ্যিক সহকারী – ৩০জন
১৭. হিসাব সহকারী – ১০
১৮. নিরাপত্তা সহকারী -১৪
১৯. অ্যাডমিন সহকারী –২০ জন
২০. অডিট সহকারী –০৫
২১. শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট – ০৪
২২. প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট – ০২
২৩. জুনিয়র এয়ারকন সহকারী –০১
২৪. জুনিয়র ওয়েল্ডার GSE – ০২
২৫. জুনিয়র পেইন্টার GSE – ০২
২৬. জুনিয়র মেকানিক (টায়ার) GSE –০২
২৭. জুনিয়র এমটি মেকানিক –০৯
২৮. জুনিয়র অপারেটর GSE (ক্যাজুয়াল) –১৯
২৯. জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল) – ১৭
৩০. জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) –১০
৩১. এমটি অপারেটর (ক্যাজুয়াল) –৪০
৩২.সিকিউরিটি গার্ড (ক্যাজুয়াল) – ১০০ জন
৩৩. কার্গো হেল্পার/ট্রাফিক হেল্পার (ক্যাজুয়াল) – ২০০
৩৪. এয়ারক্রাফট সুইপার (ক্যাজুয়াল) – ৪০জন
মোট শূন্যপদ: ৭৪৯
নিরাপত্তা সহকারী ভাইভা তারিখ: ২৮ এবং ২৯ আগস্ট ২০২২
সিকিউরিটি গার্ড (ক্যাজুয়াল) ভাইভা তারিখ:২৯,৩০, ৩১ আগস্ট ২০২২
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও সিকিউরিটি গার্ড ভাইবা পরীক্ষার তারিখ ২০২২
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে ১৪টি শুন্য পদের এবং সিকিউরিটি গার্ড পদে ১০০টি শুন্য পদের জন্য লিখিত পরীক্ষায় মোট ৫৫৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়। যারা পরবর্তী ভাইবা বা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। পদ ২টির জন্য প্রায় ২৩ হাজার ৩৪২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করেন। এখন প্রশ্ন হোল যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের শেষ ধাপের পরীক্ষা অর্থাৎ ভাইবা পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? এমন প্রশ্নের সমাধান বা উত্তর দেওয়ার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে।
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও সিকিউরিটি গার্ড ভাইবা পরীক্ষার তারিখ দেখুন
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের প্রার্থীদের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ এবং ২৯ই আগস্ট ২০২২ তারিখে। সিকিউরিটি গার্ড পদেরভ ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯,৩০,৩১ই আগস্ট ২০২২ তারিখে। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর প্রধান কারযালয়,বলাকা ভবনের ৪র্থ তলায় মিনি কনফারেন্স রুমে। পরীক্ষার তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট www.biman.gov.bdbd তে পেয়ে যাবেন।
আরও দেখুন; NU Degree 2nd Year Result 2022
শেষকথা
খুব সুন্দরভাবে আপনি আপনার ভাইবা পরীক্ষার প্রস্তুতি গ্রহন করবেন সেই প্রত্যাশায় করি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ভাইবা পরীক্ষা সম্পর্কে আমরা খুব যত্নসহকারে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তথ্যগুলো আপনাদের অনেক কাজে আসবে। সবাই ভালো এবং সুস্থ্য থাকবেন। আল্লাহ হাফিজ।