Exam Date

[প্রবেশপত্র] বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড (BBAL) পরীক্ষার তারিখ ও এডমিট ডাউনলোড 2022

BBAL নিয়োগ পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড ২০২২

বিসমিল্লা হিররাহমানির রাহিম, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও  শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করতে যাচ্ছি লাখো বেকারদের অত্যন্ত খুশির একটি সংবাদ । হ্যাঁ প্রিয় চাকুরী প্রত্যাশী বন্ধু ও অবিভাবক আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড (BBAL) পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে । যা আপনাদের জন্য অতি খুশির সংবাদ । আপনি যদি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও সিকিউরিটি গার্ডের একজন প্রার্থী  হয়ে থাকেন আজকের আর্টিকেলটি তাহলেই আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে । বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড পরীক্ষার তারিখ জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন ।

BBAL লিখিত পরীক্ষার তারিখ ২০২২

বাংলাদেশে বর্তমানে লাখো বেকারের ভিড়ে চাকুরীর সুযোগ অনেকটাই কম । শিক্ষিত বেকারের জন্য কয়েক সপ্তাহ আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ২৪টি ক্যাটাগরিতে ৭৪৯ টি শুন্য পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে । তারই ফলশ্রুতিতে প্রায় ৪৫ হাজার ৩৪৫ জন প্রার্থী শুন্য পদগুলোতে চাকুরী পাওয়ার জন্য অনলাইনে আবেদন করে । আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর সময় আসে লিখিত পরীক্ষা  নেওয়ার  । বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড তাদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর  ২ টি ক্যাটাগরির মোট ১১৪ টি শুন্য পদের জন্য লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে । আর লিখিত পরীক্ষার তারিখ জানাটা অতি জরুরী আর আমাদের মাধ্যমে আপনারা তা জানতে পারবেন ।

পদের নাম এবং শূন্যপদ:

১. সিস্টেম ইঞ্জিনিয়ার (বিভিন্ন) –২১

২. মেট্রোলজিস্ট – ০৪

৩. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (বিভিন্ন) – ০৫

৪. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট সেফটি/ফ্লাইট ডেটা মনিটরিং – ০৪

৫. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণার্থী (সাধারণ) -২৫

৬. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগ্যাল অ্যাফেয়ার্স/কোর্ট অ্যাফেয়ার্স –০৩

৭. সহকারী ব্যবস্থাপক অডিট – ০১

৮. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস – ০৫

৯. মেডিকেল অফিসার – ০৩

১০. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (যাত্রী বিক্রয়/কার্গো বিক্রয়) – ০১

১১. এয়ারক্রাফট ম্যাকানিক – ৩০

১২. জুনিয়র টেইলর কাম আপহোলস্টার –০৩

১৩. উপাদান ব্যবস্থাপনা সহকারী – ১০

১৪. পরিকল্পনা সহকারী –০৭

১৫. গ্রাউন্ড সার্ভিস সহকারী – ১০০ জন

১৬. বাণিজ্যিক সহকারী – ৩০জন

১৭. হিসাব সহকারী – ১০

১৮. নিরাপত্তা সহকারী -১৪

১৯. অ্যাডমিন সহকারী –২০ জন

২০. অডিট সহকারী –০৫

২১. শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট – ০৪

২২. প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট – ০২

২৩. জুনিয়র এয়ারকন সহকারী –০১

২৪. জুনিয়র ওয়েল্ডার GSE – ০২

২৫. জুনিয়র পেইন্টার GSE – ০২

২৬. জুনিয়র মেকানিক (টায়ার) GSE –০২

২৭. জুনিয়র এমটি মেকানিক –০৯

২৮. জুনিয়র অপারেটর GSE (ক্যাজুয়াল) –১৯

২৯. জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল) – ১৭

৩০. জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) –১০

৩১. এমটি অপারেটর (ক্যাজুয়াল) –৪০

৩২.সিকিউরিটি গার্ড (ক্যাজুয়াল) – ১০০ জন

৩৩. কার্গো হেল্পার/ট্রাফিক হেল্পার (ক্যাজুয়াল) – ২০০

৩৪. এয়ারক্রাফট সুইপার (ক্যাজুয়াল) – ৪০জন
মোট শূন্যপদ: ৭৪৯

পরীক্ষার তারিখ: ২১ অক্টোবর ২০২২
পরীক্ষার সময়ঃ বিকাল ৩.০০ টা

Biman-Bangladesh-Airlines-Limited-BBAL-Exam-Seat-Plan-2022-PDF-1-1187x1536

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড (BBAL) পরীক্ষার তারিখ ও এডমিট ডাউনলোড 2022

আপনি কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ? যদি শারীরিক পরীক্ষায় পাশ করেন তাহলেই এই আর্টিকেল একান্তই আপনার জন্য । বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডপদের প্রার্থীদের শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে । আর লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচী জানা আপনার একান্তই প্রয়োজন । বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.biman.gov.bd  তে লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে । উক্ত ওয়েবসাইটের মাধ্যমে আপনি পরীক্ষার তারিখ ও সময়সূচী সম্পর্কে জেনে নিতে পারবেন ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড

BBAL পরীক্ষার তারিখ ও এডমিট ডাউনলোড ২০২২

আগামী ২৬ আগস্ট ২০২২ তারিখ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড লিখিত পরীক্ষা সকাল ১০.০০ টার সময় আরম্ভ হবে । পরীক্ষার জন্য আপনাদের অবশ্যই প্রবেশপত্রের প্রয়োজন। কারণ প্রবেশপত্র ছাড়া আপনি পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না এবং আপনাকে পরীক্ষায় অংশগ্রহন কপ্রতে পারবেন  না । তাই আপনাকে কিছু নিয়ম অনুসরন করে প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে । প্রবেপত্র ডাউনলোড করার জন্য  bbal.teletalk.com.bd/admitcard.php তে গিয়ে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে হবে । এভাবে আপনি প্রবেশপত্রতি পেয়ে যাবেন ।

আরও দেখুন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (PTD) পরীক্ষার ফলাফল ২০২২

শেষকথা

সবাই লিখিত পরীক্ষায় সেরাটা দিয়ে পরবর্তী মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহন করবেন । লিখিত পরীক্ষার জন্য ভালভাবে প্রস্তুতি গ্রহন করবেন নিশ্চয় সে আশায় কাম্য । পাশাপাশি আমাদের সাথেই থাকবেন এবং বন্ধুদের সাথে আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেন না  । ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ ।

 

Abdul Alim

I love to Write Education and Job Information Article. I hope you are enjoying to visit Bestresultbd. Follow us on Social Media To Get Result Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *