বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২
BARI নিয়োগ পরীক্ষার রেজাল্ট ২০২২
বিসমিল্লাহির রহমানের রহিম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২ । আপনারা যারা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ আজকের আর্টিকেলটি একান্তই তাদের জন্য । কেননা আজ আমরা আলোচনা করব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কে । যারা উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এবং লিখিত পরীক্ষায় অংশ নেন করেছেন তারা অবশ্যই এখন ফলাফলের জন্য অপেক্ষা করছেন । তাই আপনার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ফলাফলটা দেখতে হলে এবং ডাউনলোড করতে হলে আমাদের আজকের এই পোস্টে চোখ রাখুন । এখানে আপনি আপনার বহু কাঙ্ক্ষিত ফলাফল এবং পরবর্তী মৌখিক পরীক্ষার তারিখ এবং সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন । তো বন্ধুরা চলুন দেরী না করে শুরু করা যাক আজকের মূল্যবান বিষয়টি ।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ পরীক্ষার রেজাল্ট ২০২২
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের রাজস্বখাতভূক্ত অফিস সহায়ক পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা ১৭-০৬-২০২২ তারিখ রোজ শুক্রবার সকাল ১০.০০ টা হতে ১১.০০ ঘটিকা পর্যন্ত ইডেন মহিলা কলেজ, আজিমপুর, লালবাগ, ঢাকা-১২০৫ কেন্দ্রে অনুষ্ঠিত হয় । উক্ত লিখিত পরীক্ষা টি mcq বা বহুনির্বাচনী প্রশ্নের আলোকে নেওয়া হয় । মোট চারটি বিষয় হতে গড়ে ২০ নম্বর করে মোট ৮০ নম্বরের প্রশ্নপত্র প্রণয়ন করা হয় । যার প্রতিটি প্রশ্নের মান ছিল ১ । যাহোক পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এখন ফলাফলের অপেক্ষা । আজ আপনাদের জানাবো উক্ত ফলাফল দেখার বা জানার নিয়মাবলি ।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)
পদের নাম এবং শূন্যপদ:
1. বৈজ্ঞানিক কর্মকর্তা (বিভিন্ন) – ৭৪
2. সহকারী কৃষি প্রকৌশলী – ০২
3. সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) – ০২
4. উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) – ০১
5. অনুমানক – ০১
6. তত্ত্বাবধায়ক -০১
7. ফোরম্যান – ০২
8. পরিবহন কর্মকর্তা – ০১
9. বৈজ্ঞানিক সহকারী – ৩২
10. কম্পিউটার অপারেটর – ০৪
11. কম্পাউন্ডার (ফার্মাসিস্ট) –০১
12. স্টোর কিপার কাম অফিস সহকারী – ০৬
13. স্টোর কিপার (ভ্যান্ডার রোখোক) –০৮
14. টেলিফোন অপারেটর – ০১
15. ইলেকট্রিশিয়ান – ০৩
16. বুলডোজার চালক – ০১
17. ড্রাইভার –০৯
18. ট্রাক্টর চালক –০৭
19. ট্রেলার কাম পাম্প ড্রাইভার –০৫
20. পাওয়ার ট্রেলার ড্রাইভার – ১০
21. উচ্চতর পাম্প অপারেটর -০২
22. মেইসন – ০১
23. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট –১৭
24. লাইব্রেরি অ্যাটেনডেন্ট – ০১
25. রুম অ্যাটেনডেন্ট -০৩
26. ম্যাকানিক মেট – ০১
27. অফিস সোহায়ক -২৭
28. নিরাপত্তা প্রহরী -১৬
মোট শূন্যপদ: ২৩৯
পরীক্ষার তারিখ: ১৭ জুন ২০২২
বিএআরআই নিয়োগ পরীক্ষার ফলাফল দেখার ও ডাউনলোড করার নিয়ম ২০২২
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ পরীক্ষায় যারা অনুসরণ করেছেন তাদের মাথায় এখন একটি চিন্তা কাজ করছে । কবে, কোথায় এবং কিভাবে উক্ত নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং কিভাবে তা জানা যাবে? যারা এমনটি ভাবছেন আমাদের আজকের প্রচেষ্টা তাদের জন্য । আমরা আমাদের ওয়েবসাইটে আপনার মূল্যবান ফলাফল টি প্রকাশ করেছি । এবং প্রতিবারের ন্যায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.bari.gov.bd তে প্রকাশিত করেছে । সহজে আপনি চাইলে এখন সরকারি ওয়েবসাইটটি হতে আপনার ফলাফল টি অতি সহজেই দেখতে ও পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন । তো বন্ধুরা দেরী না করে এখনি আপনার ফলাফল টি ডাউনলোড করে নিন ।
কৃষি গবেষণা ইনস্টিটিউট মৌখিক পরীক্ষার ২০২২
যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা এখন ভাবছেন, মৌখিক পরীক্ষার সময়সূচি কবে নাগাদ প্রকাশ করা হবে ? এ বিষয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডঃ মোঃ কামরুল হাসানের সাথে আমাদের কথা হলে তিনি জানান যে, খুব শীঘ্রই উক্ত পরীক্ষার প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময়সূচি আমাদের ওয়েবসাইট www.bari.gov.bd তে এবং পার্থর মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে। তাই আপনারা মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে বিলম্ব করবেন না ।
এখানে দেখুন, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ (বিপিএটিসি) পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২
ইতিকথা
যারা পরীক্ষায় পাশ করেছেন তাদের জন্য শুভকামনা ও ধন্যবাদ রইল । আর যারা পরীক্ষায় পাস করতে পারেননি তাদের ভবিষ্যৎ পরীক্ষার জন্য দোয়া রইল । যেকোনো পরীক্ষার বিজ্ঞপ্তি, তারিখ, ফলাফল, সময়সূচী, ইত্যাদি জানতে আমাদের ওয়েবসাইট সাথেই থাকুন। সবাই ভালো, থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশাইয় শেষ করছি আমাদের আজকের এই আর্টিকেলটি । আল্লাহ হাফিজ ।